বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: “মুজিববর্ষে পুলিশ নীতি,জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মতো মৌলভীবাজারের শনিবার ৩০ অক্টোবর “কমিউনিটি পুলিশিং ডে” পালন করা হয়।
সকাল সাড়ে ১০ টার দিকে পৌর জনমিলন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা কমিউনিউটি পুলিশিংয়ের সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী এবং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদর্শন কুমার রায় উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে এ বছরের সেরা কমিউনিটি পুলিশ অফিসার নির্বাচিত হন মৌলভীবাজার মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখারুল ইসলাম।
সভা শেষে পুলিশ ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।