বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২২ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে বদলী করা হয়েছে। তাকে পদায়ন করে ঢাকার বিভাগীয় কমিশনার করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। তাকে সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এই বদলীর আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব কে এম আল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।