বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে গিয়াস উদ্দিন নামে একজনকে ফেন্সডিল ও ইয়াবাসহ আটক করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা তথ্য মতে জানা যায়, ২৬ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার ০৪নং সিন্দুরখান ইউনিয়নের বেলতলী- মন্দিরগাঁওগামী জামালের দোকানের সামনে থেকে বেলতলী গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (২৮) কে ১০ বোতল ফেন্সিডিল ও ১০২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে ডিবি পুলিশের টিমের অভিযান অব্যাহত থাকবে।