• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে গৃহবধূর লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলায় ২ সন্তানের জননী এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। জলি বেগম (৩০) নামের ওই গৃহবধূ উপজেলার কছপুরাই গ্রামের আমির আহমদের স্ত্রী।

গতকাল শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের করনসীরোডস্থ ছয়ফুল বিবির ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, জলি বেগম ও আমির আহমদ দম্পতির ৯ বছর বয়সী ছেলে তামিম ও ৬ মাস বয়সী তামিমা নামের দুই সন্তান রয়েছে।
তামিমা জন্মের পর থেকে জলি বেগম কিছুটা মানসিক অসুস্থ হয়ে পড়েন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জলি বেগমের লাশ জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। সেই সময় বিছানায় ৬ মাস বয়সী শিশু তামিমা ঘুমাচ্ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জলির পরিবার জানিয়েছে সে মানসিক রোগী ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ