• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে এক তরুনের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে লড়ি (ট্রাকের) সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী আকবর (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

নিহত তরুণ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের খালিক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আলী আকবর ও তার ভাই জসিম উদ্দিন মিলে অটোরিকশা নিয়ে শ্রীমঙ্গলে যান নিজের দোকানের মালামাল কিনতে। মালামাল কেনার পর নিজ এলাকায় সড়কে লড়ি (ট্রাকের) সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তারা।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আলী আকবরের মৃত্যু হয় ও কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ