• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে প্রতীক বরাদ্দের পর শোডাউন ও প্রচারণা শুরু

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচনে ৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার মো. আলমগীর হোসেন প্রার্থীদের এ প্রতীক বরাদ্দ প্রদান করেন। প্রতিক পাওয়ার পরেই প্রার্থীরা শোডাউন ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণা করা যাবে।

আওয়ামী লীগের প্রার্থী ভানু লাল (নৌকা), শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা (আনারস), সাবেক ইউপি চেয়ারম্যান মো. আফজল হক (ঘোড়া) ও জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন মো. মিজানুর রব।

আগামী ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ