• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবমুক্ত করা হল ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ।

রবিবার দুপুর ১টায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলের পরিচালক ও বনবিভাগ যৌথভাবে এ সাপটি অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকায় কৃষি জমিতে অজগরটি দেখা গেলে স্থানীরা খবর দেয়। তিনি রাত ১০টার দিকে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। অজগরটি প্রায় ১৫কেজি ওজন এবং ১২ ফুট লম্বা

রোববার দুপুরে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে জানকিছড়ার বিট কর্মকর্তা আনিছুজ্জামানসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে কমলগঞ্জের লাউয়াছড়ার জানকিছড়া বনে অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ