বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করার লক্ষে আইনশৃঙ্খলাবাহিনী সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাহাড় বর্ষিজোড়ায় (বর্ষিজোড়া দক্ষিণ) এক অভিযান চালিয়ে ৫৬ পিছ ইয়াবাসহ সহ একজনকে আটক করা হয়েছে।
আটকৃত হল পাহাড় বর্ষিজোড়া গ্রামের মৃত ফরিদ আলী চৌধুরীর ছেলে মো. জাকির আলী চৌধুরী।
আটককৃতের কাছ থেকে একটি প্রাইভেট কার এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ৩,৩৫৫/- টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি ডিবি পুলিশের কার্যালয় থেকে তথ্যটি নিশ্চিত করা হয়।