বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশনায় ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস, এএসআই তপন দেব সঙ্গীয় ফোর্স গত ৬ সেপ্টেম্বর কুলাউড়ার ০৫নং ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের ভাই ভাই অটো রাইস মিলের সামনে রাস্তা থেকে মোঃ নানু মিয়া (৩০) কে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
সে কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও (লামাপাড়া) গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে। আটককৃত নানু মিয়াকে কুলাউড়া মামলা নং-০৫(০৯)২১ খ্রিঃ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।