• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে করোনায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১০৯

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

করাঙ্গীনিউজ: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১০৯ জন।

বুধবার (০১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা।

আর করোনা আক্রান্ত ১০৯ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ২০ ও মৌলভীবাজারে ১৪ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৬ করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৮২ জনের।

বুধবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৭৯০ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৬ জন এবং মৌলভীবাজারের ৭২ জন।
এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ১০২ জন মারা গেছেন।

গত বছরের মার্চ থেকে বিভাগটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৯২ জন। এ পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ২৭৮ জন।

আর হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৫ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১১০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৪ জন ও মৌলভীবাজারে ১৫ জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ১৮৭ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৩৪ জন। উপসর্গ নিয়ে ১৪৪ জন এবং আইসিইউতে রয়েছেন ০৯ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ