করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ বছর বয়সের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

ওই কিশোরীর মামা জানান, তার ভাগ্নি সকালে গ্রামের মসজিদ থেকে ইসলামি শিক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের প্রতিবেশী নওসাদ মিয়ার ছেলে আক্কাস মিয়া (২৮) তাকে নির্জন বাঁশ ঝাড়ের নিচে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

বাড়িতে আসার পর মায়ের চোখে তার অস্বাভাবিক আচরণ ধরা পড়ে। এ সময় তার ভাগ্নি বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করতে চাইলে কিশোরীর মা কি হয়েছে জানতে চান। তখন সে জানায়, আক্কাছ মিয়া তাকে ভয় দেখিয়ে এমনটা করেছে। বর্তমানে সে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ইউপি সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ঘটনার পরপরই আক্কাস মিয়ার বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করে কোথায় পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বলেন, আমরা ঘটনাটি জেনেছি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ