বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। যা চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট। এর আগে গত ৪ আগস্ট একদিনে বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু দেখেছিল সিলেট।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৫৫৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একইসময়ে সিলেটে সুস্থ হয়েছে ৭১৫ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন করোনায় আক্রান্ত রোগী।
বুধবার (১১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।