মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ২০ হাজার লিটার অক্সিজেন হস্তান্তর করেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ১০ টি অক্সিজেন সিলিন্ডার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক হাজী মো.কামাল হোসেন, শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এর ব্যবস্থাপক, জন সংযোগ মো.মাহমুদুল ইসলাম, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুহেল প্রমুখ।