করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে আরও ৩১ জনের করোনা শনাক্ত

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে এ তথ্য জানা যায়।

গতকাল ২৪ জুলাই এ উপজেলা থেকে ৬২ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্য ৩১ জনের পজেটিভ এসেছে।

এসময়ের মধ্য করোনায় মারা গেছেন তিন জন। এদের একজনের বাসা শহরের সিন্দুর খান সড়কে। একজন নওয়াগাঁত্ত গ্রামে ও একজনের বাসা সাতগাঁত্ত। তাদের দুইজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একজন চিকিৎসাধীন ছিলেন সিলেটের একটি হাসপাতালে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, আজ নতুন আরও ৩১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন তিন জন। হোম আইসোলেশনে আছেন মোট ১০০ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ