বুধবার, ১৪ মে ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরণ করেছেন আরও ২ জন। বুধবার সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসি আর ল্যাবে মৌলভীবাজারের ১১১ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০ দশমিক ৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৭ জন সুস্থ হন এবং দুজন মারা যান। মৃত দুজনেই মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাদীন অবস্থায় ছিলেন।
নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চার, রাজনগরে তিন, কমলগঞ্জে চার, বড়লেখায় এক, কুলাউড়ায় ১৪ জন, শ্রীমঙ্গলে আটজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৫০ জন।
এ দিকে সুস্থ হওয়া ২৭ জনের মধ্যে ১৪ জন মৌলভীবাজার সদর হাসপাতালের, বাকি ১৩ জন কুলাউড়ার। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮৭২ জনে।
এ ছাড়া নতুন দুজনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৪২ জন। যাদের মধ্যে রাজনগর চার, কুলাউড়া দুই, বড়লেখায় দুই, কমলগঞ্জে দুই, শ্রীমঙ্গলে ছয়, জুড়ী তিন এবং সদর হাসপাতালের ২৩ জন রয়েছেন।