• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী অবহিতকরণ কর্মশালা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৩০ জুন, ২০২১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:“দুর্যোগের পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্য সামনেরেখে উপজেলা পর্যায়ে “দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ” অবহিতকরণ কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) শ্রীমঙ্গল উপজেলাপরিষদ সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখারআয়োজনে অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ
আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনলাইনে জুম এর মাধ্যমে প্রধান আলোচক হিসাবে অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব (প্রশাসন)শায়লা ইয়াসমিন।

বিশেষ আলোচক ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মৌসুমী আক্তার।

এসময় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,
শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান আল হেলাল,
সাতগাঁও ইউপি চেয়ারম্যান মিলন শীল, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান সুফি মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় অতিথি আলোচকরা বলেন, “দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)২০১৯” প্রকাশিত হয়েছে। যা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় দুর্যোগঝুঁকিব্যবস্থাপনাকে বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে কোন দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সর্বদা প্রস্তুত। দিনব্যাপী কর্মশালায় ৫৭ জন অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ