বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নসিলেট: সিলেটের বিয়ানীবাজারের পৌর শহরে সিএনজি অটোরিকশার ধাক্কায় সাহেদ আহমদ দিপু (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৪ জুন) রাত ১টার দিকে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু পৌর শহরের নয়াগ্রামের বাসিন্দা। তিনি এ.আলী নামে একটি ফার্মেসির ফার্মাসিস্ট বলে জানিয়ছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দিপু হেঁটে বাড়িতে ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
খবর পেয়ে পুলিশ দিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।