• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সড়ক দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের যুবদল নেতাসহ নিহত ২

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২১ মে, ২০২১

করাঙ্গীনিউজ: বিজয়নগর উপজেলার চান্দুরা নামকস্থানে পিকআপ ও লাইটেসের সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার বাহ্মণডুরা ইউনিয়নের রাববডুবি গ্রামের হাছন আলীর পুত্র মোঃ দ্বীন ইসলাম। তিনি ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং পিকআপ চালক ছিলেন। অন্যজন লাদিয়া গ্রামের রিপন খন্দকারের পুত্র রনি খন্দকার (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়- পিকআপ চালক দ্বীন ইসলাম হেলপার রনিকে সঙ্গে করে মালামাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথিমধ্যে চান্দুরা নামকস্থানে বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-৫১-১৫২৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক-হেলপার মারা যান।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক মিজানুর রহমান সুমন বলেন, দ্বীন ইসলাম যুবদলের একনিষ্ট কর্মী ছিলেন। তিনি সাংসারিক কাজের ফাকে যেটুকু সময় পেতেন দলের জন্য কাজ করতেন। তার মৃত্যুতে জেলা যুবদলের পক্ষ থেকে দ্বীন ইসলামের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে। ##

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ