বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়ায় শ্যালিকাকে বিয়ে দিতে অনীহা, শ্বশুর বাড়ির লোকজনের আচরণে ক্ষোভসহ বিভিন্ন কারণে বন্ধু সজিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে আদালতে দায় স্বীকার করেছে ঘাতক কাদির আহমেদ উজ্জল।
বৃহস্পতিবার (২০ মে) সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।
বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী।
নিহত সজিব আহমেদ ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বড়ইকান্দি গ্রামের কাজীবুর রহমানের পুত্র।
কাদির আহমেদ উজ্বল লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ফারুক মিয়ার পুত্র।
এর পুর্বে গত মঙ্গলবার সন্ধ্যায় সজিব আহমেদকে ছুরিকাঘাতে হত্যা করে উজ্বল। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।