• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ শহরে ঈদের জামায়াত কখন কোথায়

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

করাঙ্গীনিউজ: মহামারী করোনার কারনে এবার সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে। বরাবরের ন্যায় এবারও শহরের কোর্ট মসজিদ, মার্কাজ মসজিদ, শায়েস্তানগর জামে মসজিদ, টিএনটি জামে মসজিদ, চান মিয়া টাউন মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ,

সওদাগর জামে মসজিদ, চৌধুরী বাজার জামে মসজিদ, জামেয়া ইসলামিয়া, আরাবিয়া মাদ্রাসা, উমেদ নগর শাহী ঈদগাহসহ বিভিন্ন মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে পৃথক জামায়াত অনুষ্ঠিত হবে। তবে এবার লকডাউনের কারণে শহরের কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে না বলে জানা গেছে।

জানা যায়, কোর্ট মসজিদ ও সওদাগর জামে মসজিদে ভিন্ন ভিন্ন সময়ে পৃথকভাবে দুটি করে জামায়াত অনুষ্ঠিত হবে। কোর্ট মসজিদে প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মুফতি মুজিবুর রহমান।

সওদাগর মসজিদে প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। ইতে ইমামতি করবেন মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আজাহার আহমদ। দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯ টায়। এতে ইমামতি করবেন সুলতানশী হাবেলীর সাহেবজাদা মুফতি সৈয়দ গোলাম সারওয়ার (রুবেল)।

শহরের টাউন মসজিদে (চাঁন মিয়া) পৃথক ৩টি জামায়াত অনুষ্ঠিত হবে। ১ম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, দ্বিতীয় জামায়াত ৯ টায় ও ৩য় জামায়াত ১০ টায়। এতে ইমামতি করবেন খতিব মাওলানা নাসির উদ্দিন ও হাফেজ আব্দুল ওয়াদুদ।

এছাড়াও শহরের মার্কাজ মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায় ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাসহুদুর রহমান চৌধুরী বেলাল। জামেয়া আরাবিয়া ইসলামিয়া উমেদ নগর মাদ্রাসা শাহী ঈদ গাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এতে ইমামতি করবেন মাওলানা তাফহীমুল হক। বায়তুল আমান জামে মসজিদে দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকল ৮ টায় ও দ্বিতীয় জামায়াত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ