• Youtube
  • English Version
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ভাই-ভাবি খুন

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১০ মে, ২০২১

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে ঝগড়া বিবাদের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক দম্পতি।

নিহতরা হলেন—আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রীর মোর্শেদা বেগম (২৮)।

রোববার (০৯ মে) রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দম্পতির চার সন্তান রয়েছে।
বড় ছেলের বয়স ৯ বছর। নিহতদের মরদেহ জামালগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলীপুর গ্রামের তাহের আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে বাড়ির পাশের জায়গা বিক্রি নিয়ে কিছুদিন ধরে চাচাতো ভাই ঝনর মিয়ার ছেলে রাসেল মিয়ার দ্বন্দ্ব চলছিল। বিক্রি করা জায়গায় বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ২-৩ দিন ধরে ঝগড়া বিবাদ চলছিল।

এর জের ধরে রোববার রাত ৮টায় রাসেল মিয়া আলমগীর হোসেনের ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন। এ সময় আলমগীরের স্ত্রী মোর্শেদা বেগম বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করেন রাসেল মিয়া।

গুরুতর আহত অবস্থায় ওই দম্পতিকে জামালগঞ্জ হাসপাতালে নেওয়ার সময় পথেই তাদের মৃত্যু হয়। রাত পৌঁনে ৯টায় জামালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খুন হওয়া দম্পত্তির মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ