• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে আসামি ছিনতাই, ৩ পুলিশ আহত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

করাঙ্গীনিউজ:  হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার মধ্যরাতে উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি খাসপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চুনারুঘাটের খাসপাড়া গ্রামের শিপন মিয়া র‍্যাবের একটি মাদক মামলার আসামি।

বুধবার গভীর রাতে বাড়ি থেকে শিপনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

তিনি আরো বলেন, আহত তিন পুলিশের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে উপস্থিত হন। শিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সূত্র: নিউজবাংলা ২৪ডটকম।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ