• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে ট্রাকচাপায় শাবি শিক্ষার্থী নিহত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে ট্রাকচাপায় সাব্বির আহমদ (২১) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (০৫ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরের সুবিদবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল জেলার আশফাকুর রহমানের ছেলে নিহত সাব্বির আহমদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

নিহতের সঙ্গীয় আইটি বিভাগের ছাত্র বুরহান সাদিক জানান, হজরত শাহজালাল (র.) দরগাহ মাজার মসজিদে নামাজ পড়ে বুরহান ও সাব্বির মোটরসাইকেলে করে ক্যাম্পাসে ফিরছিলেন।পথে সুবিদবাজারে আসার পর পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাব্বির মারা যান। আর ভাগ্যক্রমে তার সঙ্গী বুরহান সাদিক রাস্তার ওপর লাফ দিয়ে বেঁচে যান।

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি আবু ফরহান খান বলেন, ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নগরের অভ্যন্তরে সুবিদবাজার ও আম্বরখানায় বেপরোয়া ট্রাক চলাচলের কারণে এর আগেও একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু রাতের নগরে ট্রাকের বেপরোয়া চলাচল বন্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ