• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে শিশুর খণ্ডিত হাত-মাথার খুলি উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির কাছে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পূর্ব পাশে অজ্ঞাত শিশুর একটি খণ্ডিত হাত ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় এক নারী মাটির চুলা মেরামতের জন্য বাড়ির পাশের জমি থেকে মাটি নিতে আসলে একটি শিশুর কাটা হাত দেখতে পায়।

বিষয়টি তিনি আশপাশের লোকজনকে ডেকে দেখালে তারা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে এসআই দ্রুবেশ চক্রবর্তী নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একটি খণ্ডিত হাত ও মাথার খুলি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।

এসআই দ্রুবেশ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , এব্যাপারে অপমৃত্যুর মামলা হবে। আমরা খোঁজ খবর নিচ্ছি। সম্ভবত কোন কবরস্থান থেকে কুকুর বা অন্য কোন প্রাণী এটা এনে ফেলে থাকতে পারে। উদ্ধারকৃত হাত ও মাথার খুলি আগামীকাল ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ