• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সুনামগঞ্জে পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: পানি ভর্তি বালতিতে ডুবে শ্বাসরোধে সুনামগঞ্জের তাহিরপুরে তানজিম বেগম নামে এক বছর বয়সি এক শিশু কন্যা মৃত্যু বরণ করেছে।

সোমবার দুপুরে উপজেলার হাওর তীরবর্তী গ্রামে মন্দিয়াতায় এ মর্মান্তি মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

নিহত তানজিম উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের শাহিন মিয়ার মেয়ে।

সোমবার রাতে নিহতের পিতা শাহিন জানান, দুপুরের দিকে শিশু কন্যা তানজিমকে বসতঘরের বিছানায় শুইয়ে রেখে পরিবারের সবাই ধান মাড়াইয়ের কাজে বাড়ির পাশে খলায় যাই।
এরপর বাড়ি ফিরে পরিবারের লোকজন তানজিমকে বিছানায় না দেখেতে পেয়ে খোঁজতে গিয়ে রান্না ঘরে রাখা পানি ভর্তি বালতিতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

তিনি আরো বলেন, ধারনা করছি পরিবারের সবার অলক্ষে বিছানা হতে নেমে পানি ভর্তি বালতিতে প্রবেশের পর সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে আমার শিশু কন্যা অকাল মৃত্যু বরন করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ