• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আজমিরিগঞ্জে ভিজিডি-র চাউল পাচারকালে  আটক ১

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
সৈয়দ সালিক আহমেদ: হবিগঞ্জের আজমিরিগঞ্জে ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে পাচালরকালে আটক করা হয়েছে এক ব্যক্তিকে।
বৃহস্পতিবার রাত ৮টায় চাউল বহনকারী গাড়ীসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি শিবপাশার আতু মিয়ার ছেলে জাবের মিয়া (৩০)।
সূত্রে জানা যায়,  ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশ্যে পরিবহন করায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে জাবের মিয়া (৩০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃত জাবের মিয়াকে পন্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুসারে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় পরিবহনকৃত  ৩,১০০ কেজি চাল (৫০ কেজি ওজনের ৬২বস্তা ) জব্দ করা হয় এবং জব্দকৃত চালের ব্যাপারে  তদন্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে দায়িত্ব দেয়া হয়।
অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার এবং এস আই শওকত এর নেতৃত্বে  আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ