• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে নতুন আরো ২৬ জন করোনা শনাক্ত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। গত ৭ দিনে হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৭জন নারী-পুরুষ। আর ওই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ২৬ জন।

বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখার পর থেকে এ আক্রান্ত হচ্ছে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, বুধবার হবিগঞ্জে নতুন করে আরো ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সংখ্যাও এ যাবৎ কারের মাঝে সর্বোচ্চ।

আক্রান্তদের মধ্যে ১৬ জন হবিগঞ্জ সদর উপজেলার, ১ জন বাহুবল উপজেলার, ৩জন নবীগঞ্জ উপজেলার, ২ জন চুনারুঘাট উপজেলার ও ৪ জন বানিয়াচং উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০১ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২১ জন।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল বলেনম করোনায় আ্ক্রান্তের সংখ্যা হবিগঞ্জ জেলায় বেড়েই চলেছে। এ অবস্থায় তিনি প্রত্যেকে নিজেকে সুরক্ষার জন্য লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ