বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
নিতেশ দেব, লাখাই (হবিগঞ্জ): হবিগঞ্জের লাখাই উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসীর পিটুনীতে দুই ডাকাত নিহত হয়েছে।
শনিবার গভীর রাতে উপজেলার গুনিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের মৃতঃ ইউনুছ আলীর ছেলে হুমায়ুন মিয়া (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃতঃ ফজর আলীর ছেলে আব্দুল হামিদ (৪৫)।
লাখাই থানা ওসি (তদন্ত) মহিউদ্দিন সুমনের সাথে আলাপকালে জানা যায়, শনিবার দিবাগত রাতে ১০/১২জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার করাব ইউনিয়নের গুনিপুর গ্রামে মৃতঃ খুরশেদ মিয়ার ছেলে জালাল মিয়ার বাড়িতে হানা দিলে গৃহকর্তা জালাল মিয়া মোবাইল ফোনে বিষয়টি গ্রামবাসীকে জানালে গ্রামবাসী ডকাতদের পাকড়াও করে এবং দুই ডাকাতকে আটকে গনপিটুনীদেয়। এতে দুই ডাকাত মারা যায়।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ রাত ৩টার সময় ডাকাতদের লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান,নিহতদের বিরোদ্ধে একাদিক ডাকাতি মামলা রয়েছে, লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং ডাকাতির প্রস্তুতি মামলাও অজ্ঞাত নামা হত্যা মামলার প্রস্তুতি চলছে।