• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলের বড়গাও সিএফসি প্লান্টে আগুন, দুইঘন্টা পর নিয়ন্ত্রনে

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাও এলাকার রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন (সিএফসি) প্লান্টে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়স্ত্রনে নিয়ে এসেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন সিএফসি ৪ হ্জার বিপিডির বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টায় দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে । মূহুর্তেই লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের বিকট শব্দে আতঙ্কগ্রস্থ আশ-পাশের বাড়ি-ঘরের হাজার নারী-পুরুষ রাস্তায় বেরিয়ে আসেন।

খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে। এর আগে কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। প্রায় দুই ঘন্টা প্রাণপণ চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। প্লান্টের ‘বার্নফিড’ থেকে আগুণের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথািমক ভাবে ধারণা করেছে কর্তৃপক্ষ।

এরআগেও আরো দুইবার সেখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথমবার ২শ লিটার তেলের ড্রামে আগুনের সূত্রপাত হয়। দ্বিতীয়বার তেলের ট্যাংকের মধ্য জায়গায় আগুনের সূত্রপাত হয়। প্ল্যান্টে সাধারণত তেল রিফায়ারিং করা হয়।

সিলেট গ্যাস ফিল্ডের অধিনে রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্টের জেনারেল ম্যানেজার রওনকুল ইসলাম বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তাৎক্ষনিকভাবে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্টের পরই সবকিছু জানা যাবে।’

হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শিমুল মোঃ রাফি বলেন, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস থেকে ২টিসহ শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ৬টি ইউনিট এক যোগে কাজ করে। প্রায় দেড়ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। ধারণা করা হচ্ছে বার্নফিড থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।’

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ