বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: মহামারী করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সরকার এবার জনসমাগম করে বাংলা নববর্ষ আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে। আগামী ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ সামনে রেখে এক চিঠিতে এমনটাই জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বাংলা নববর্ষ আয়োজনে কোনো অবস্থাতেই জনসমাগম করা যাবে না। তবে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।