বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট (হবিগঞ্জ): চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক আহবায়ক মোঃ শিপন খান (২৭) মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
মোটরসাইকেল ও পিকআপ এর মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
বুধবার দুপুর দেড়টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান গেইটের সামনে তিনি দুর্ঘটনায় মারা যান।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও বিজিবি সদস্যরা পিকআপ ভ্যানটি আটক করে এবং নিহতের লাশ উদ্ধার করেন। ঘাতক চালক পালিয়ে গেছে।
নিহত শিপন পৌর শহরের বড়াইল এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে চুনারুঘাটে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার দুপুরে তিনি তার দুই সঙ্গীয়কে নিয়ে সাতছড়ি হয়ে মাধবপুর উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের গেইটের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তার মোটরসাইকেলকে চাপা দেয়য়।এতে ঘটনাস্থলেই শিপন খান মারা যান এবং তার দুই সঙ্গীয় গুরুতর আহত হন।
চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান ও পৌর যুবলীগের সেক্রেটারি মাজেদুল ইসলাম লুবন বলেন,নিহত শিপন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আপন ফুফাতো ভাই।সে খুবই অমায়িক ও ভদ্র ছেলে হিসাবে পরিচিতি ছিল।