• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নারায়ণগঞ্জে লঞ্চডুবি, ২১ মরদেহ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৫ এপ্রিল, ২০২১

করাঙ্গীনিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সাড়ে ১২টায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে।

লঞ্চের ভেতর থেকে একের পর এক লাশ উদ্ধার করে উদ্ধারকারী দল। এসময় সেখান থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হলো।

এরআগে একইদিন দুপুর ১২টায় দুইবার লঞ্চটিকে অর্ধেকের বেশি তোলা হলেও আবার ডুবে গেছে। তবে আশঙ্কা করা হচ্ছে ভেতরে আরো মরদেহ আটকে থাকতে পারে।

এদিকে উদ্ধার কাজে অংশ নেয় কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সাভিসের সদস্যরা।

নারায়ণগঞ্জ ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন লঞ্চ ও ২৬ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ