• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে নবীগঞ্জের ডাকাত সঞ্জব আলী আটক

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৪ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিনিধি, সিলেট: অভিনব কায়দায় সিএনজি অটোরিকশা চালক সেজে বিভিন্ন এলাকায় তার গতিবিধি দীর্ঘ অনুস্বরণ করে সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত আন্ত:জেলা কুখ্যাত ডাকাত সর্দার সঞ্জব আলীকে (৩৭) গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

আন্ত:জেলা কুখ্যাত ডাকাত সর্দার সঞ্জব আলী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সাইলপুর সমরগাঁওয়ের মৃত সাইম উদ্দিনের ছেলে।

অভিনব কায়দায় তাকে শনিবার নগরীর ঘাসিটুলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে শ্বাসরুদ্ধকর এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব কুমার রায়, এসআই স্নেহাশীষ পৈত্য, এসআই লিটন চন্দ্র দত্ত, এএসআই আপন মিয়া ও ফোর্সের সমন্বয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি চৌকষ দল।

পুলিশ জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর রাতে তেতলী ইউনিয়নের বলদী গ্রামস্থ সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ডাকাতির ঘটনায় তিনি মামলা দায়ের করলে পুলিশ ঘটনার তদন্তে নামে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ডাকাত সঞ্জব আলী (৩৭) একজন আত্ম:জেলা ডাকাত সর্দার। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানার একাধিক ডাকাতি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ