• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে স্বামীর ঘুষিতে স্ত্রীর মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৫ মার্চ, ২০২১

নিজস্ব প্রতিনিধি, সিলেট: পারিবারিক বিরোধের জের ধরে সিলেটে স্বামীর ঘুষিতে লাকি বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাকি বেগম শ্রীরামপুর গ্রামের মোহাম্মদ সাহিদ আহমদের স্ত্রী।

এ ঘটনার পর নিহতের স্বামী শ্রীরামপুর গ্রামের নুরুল মিয়ার ছেলে মোহাম্মদ সাহিদ আহমদ স্বেচ্চায় থানায় হাজির হয়ে ঘটনার বর্ণনা দেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামদুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পেশায় ফ্রিল্যান্স, অনলাইন ভিডিও এডিটর মোহাম্মদ সাহিদ আহমদ (২৭) থানায় হাজির হয়ে স্ত্রী হত্যার বর্ণনা দিয়ে বলেন দাম্পত্য কলহের জেরে তার স্ত্রী ঘুষি মারলে তার স্ত্রী লাকি বেগমকে মারা যান।

তিনি আরো বলেন, সাহিদ সম্পতির সংসারে পাঁচ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ