• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বাহ্মণডুরা ইউনিয়নের বাখরপুর গ্রামে মাদক ব্যবসায়ী পরিষ্কার বেগমের বসতঘর থেকে দুই কেজি গাজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দ্বায়ের করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলা- উপজেলার বাখরপুর গ্রামের নশাই মিয়ার স্ত্রী পরিষ্কার বেগম (৪৫), একই গ্রামের সিএনজি চালক আব্দুল মন্নান (৫৫), একই গ্রামে ভাড়াটিয়া বসবাসকারী আনোয়ার হোসেন মাঝি(৩৫), চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা বাগানের দীপক বিশ্বাস (২৫), লাখাই উপজেলার সোনেশ্বর গ্রামের মোঃ শাহ আলম (৩৫)।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামী পরিষ্কার বেগমের বসতঘর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মুল্য প্রায় ২০ হাজার টাকা। এছাড়াও আসামীদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের ৬০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ