করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে করোনায় আরও ২জনের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
করোনাভাইরাস পূর্বপশ্চিমবিডি, ppbd.news

নিজস্ব প্রতিনিধি,সিলেট: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে ২৭৪ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে সিলেট বিভাগে করোনায় আরও ৩জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় ১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান ।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সিলেট জেলার। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৮১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৫৪১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৬জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৪ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২জন চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ