করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

করাঙ্গনিউজ: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২৩ জানুয়ারি) দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম জানান, আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রোববার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানীতে মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও মোনাজাত করা হবে।

আগামী ২৫ জানুয়ারি (সোমবার) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর শাখাগুলোতে মরহুম আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, মরহুম আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালনের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ