বুধবার, ২১ মে ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক বেসরকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ কর্তৃক ৪৯তম সমবায় দিবস পালন করেছে।
“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় র্যালী, আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের সাথে একাত্মতা হয়ে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যাগে কমলগঞ্জ গুড নেইবারস সঞ্চয়
ও ঋণদান সমবায় সমিতির লিমিটেড যৌথভাবে দিবসটি পালন করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সভাপতি সুভাসিনী দেবী।
এসময় উপস্থিত ছিলেন গুড নেইবারস সোস্যাল এন্টার প্রাইজ অফিসার রবীন্দ্রনাথ শীল ও সমিতির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সমিতিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় এবং সমিতির জুবেদা বেগম, প্রীতিলতা ও উজ্জনী
দেবীকে উপহার প্রদান করা হয়।