মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হলেন সুপ্রিম কোর্টের এডভোকেট জহির উদ্দিন লিমন। সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক পত্রে কেন্দ্রীয় কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
এডভোকেট জহিরকে আইন বিষয়ক সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর প্রতি প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তিনি আরো ধন্যবাদ জানান বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপিকে।
এডভোকেট জহির উদ্দি লিমন মানবাধিকার সংগঠন এলএসপিআর এর চেয়ারম্যান এবং শ্রীমঙ্গলের কৃতি সন্তান।