রোববার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে এ কথা জানিয়েছেন তার আইনজীবীরা। বলেন, তারা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার অনুমতি চেয়েছেন।
খালেদা জিয়ার স্বাস্থ্য যে কতটা খারাপ, আদালতের সামনে তা তুলে ধরা হয়েছে বলেও জানান আইনীজীবীরা। এর আগে সকালে হাইকোর্টে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করে।
এ নিয়ে গতকাল বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে স্কাইপে বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত তারেক রহমান।
স্বজনদের দাবি, গেল ৫ মাসে বেগম জিয়ার শারীরিক অবস্থার ধারাবাহিকভাবে অবনতি ঘটছে। তাই চিকিৎসার জন্য বিদেশে নিতে লিখিত আবেদনও করেছেন তারা।