করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে বৃহস্পতিবার

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

করাঙ্গীনিউজ: আগামী বুধবারের মধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সবশেষ রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে বৃহস্পতিবার শুনানি হবে। তার স্বাস্থ্যের প্রকৃত অবস্থা জানাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেন উচ্চ আদালত।

রোববার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে এ কথা জানিয়েছেন তার আইনজীবীরা। বলেন, তারা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার অনুমতি চেয়েছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য যে কতটা খারাপ, আদালতের সামনে তা তুলে ধরা হয়েছে বলেও জানান আইনীজীবীরা। এর আগে সকালে হাইকোর্টে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করে।

এ নিয়ে গতকাল বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বসেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে স্কাইপে বৈঠকের সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত তারেক রহমান।

স্বজনদের দাবি, গেল ৫ মাসে বেগম জিয়ার শারীরিক অবস্থার ধারাবাহিকভাবে অবনতি ঘটছে। তাই চিকিৎসার জন্য বিদেশে নিতে লিখিত আবেদনও করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ