করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

প্রেমিককে বিয়ে করছেন অভিনেত্রী দেবপর্ণা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

বিনোদন ডেস্ক: ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ দেবপর্ণা চক্রবর্তী। বহুমুখী চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। জি বাংলার ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে নিজেকে উপস্থাপন করে অনেক প্রশংসাও পেয়েছেন তিনি।

জনপ্রিয় এ তারকা এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র শুভ্রজ্যোতি পাল চৌধুরী একজন তরুণ উদ্যোক্তা। কলকাতায় ‘রাইভাল ফিটনেস স্টুডিও’ নামে তার একটি জিম রয়েছে, যা সেখানকার অভিনেতা-অভিনেত্রীদের কাছে বেশ পরিচিত। সে সূত্র ধরেই দেবপর্ণার সঙ্গে শুভ্রজ্যোতির বন্ধুত্ব ও প্রেম।

বেশ কিছুদিন ধরেই দেবপর্ণার বিয়ে করছেন, এমন গুঞ্জন ছড়িয়েছিল। তবে এবার সকল জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই বন্ধুকে বিয়ে করার কথা জানালেন সবাইকে। ফেসবুকে একসঙ্গে তোলা ছবিও শেয়ার করেছেন। সেখান থেকেই জানা যায়, আগামী বছরের ৩০ জানুয়ারি তাদের বিয়ের বাদ্য বাজবে।

কিছুদিন আগে দুর্গোৎসবে শুভ্রজ্যোতি নিয়ে রাজস্থানে বেড়াতে গিয়েছিলেন দেবপর্ণা। সেখানে তোলা ছবি দিয়েই সুসংবাদটি জানালেন তারা।

টেলিফিল্মে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেছিলেন দেবপর্ণা চক্রবর্তী। তবে এখন তাকে নিয়মিত ধারাবাহিক নাটকেই বেশি দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ