বুধবার, ২১ মে ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :৫ আগষ্ট সরকার ও রাজনৈতিক পট পরিবর্তনের পর নবীগঞ্জের সামাজিক ও রাজনৈতিক পরিবেশকে ফেসবুকে অস্থির করে তুলেছে এক শ্রেনীর ফেইক আইডি। এসব আইডি থেকে নানা রকম অপপ্রচার ও অশ্লীলতা চালানো হচ্ছে । নানা ভাবে মানুষের চরিত্র হরণ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।এসব গনহারের ফেইক আইডির আর্বিভাব হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর। এসব ফেইক আইডির জন্য অতীষ্ঠ হয়ে উঠেছেন নবীগঞ্জের সুশীল সমাজ। ফলে সুশীল সমাজ ও সাংবাদিক মহলে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। তারা এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
বিভিন্ন নামে বেনামে ফেইক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের পাশাপাশি সংবাদকর্মীদের বিরুদ্ধে উদ্দ্যেশ্য পূর্নভাবে মানহানিকর পোষ্ট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এচক্রটি।
সুত্রে জানাযায়, সমাজের কিছু বিপদগামী তরুন ও লোকদের সাথে নীতি নৈতিকতা নিয়ে পেশাগত কারনে এবং নানা মতানৈক্যের প্রেক্ষিতে মনোমালিন্যের সৃষ্টি হলেই ওই চক্র নামে বেনামে ফেইক আইডি দিয়ে ফেসবুকে নানা ভাবে ভিত্তিহীন তথ্য দিয়ে জুলাই আগষ্টের বিপ্লবকে বির্তকিত করে তোলছেন। তারা বিএনপি, যুবদল, ছাত্রদল অনেক ত্যাগী নেতা-কর্মীদেরকে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু পরিষদের দোসর বানিয়ে বিভিন্ন পোষ্ট করে প্রশাসনের দৃষ্টি আর্কষন করছেন।
অনেক সাংবাদিকের বিরুদ্ধে এসব ফেইক আইডি থেকে পোষ্ট করা হচ্ছে। কোন বিষয়ে তাদের মতের বিরুদ্ধে ঐ সাংবাদিকের সংবাদ গেলেই এসব ফেইক আইডি দিয়ে চরিত্র হনণ ও নানারকম অপপ্রচার করা হচ্ছে। প্রয়োজনে এসব ফেইক আইডি থেকে প্রশাসনের বিরুদ্ধে অনেক সময় হুমকি দিয়ে পোষ্ট করা হচ্ছে।
যারা ওই সব পোষ্ট করছেন তাদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় গোপন রেখে ভিন্ন ভিন্ন নামে ফেইক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট ভাইরাল করে মানহানি করে যাচ্ছে। এর মধ্যে যে সব ফেইক আইডি প্রচার করছে তাদের কয়েকটি হলো, “নবীগঞ্জের হালচাল” “নবীগঞ্জ উপজেলা বিএনপি” আরফা ইসলাম, সত্য প্রকাশ, স্বাধীন টিভি,জুলাই আগস্টের চেতনা,খালিবাবা, নবীগঞ্জ নিউজ, বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক, সময় নবীগঞ্জ হবিগঞ্জ, সাদিয়া আয়মান, জল কামান, রুমি, প্রেস ন্যাট, শুন্য মন, দিনারপুরের খবর, নবীগঞ্জ এ বেচা-কেনা, বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক, আলোকিত নবীগঞ্জ, ইত্যাদি নামে ফেইক আইডি রয়েছে। যারা এই সব আইডি চালাচ্ছেন তাদের নাম পরিচয় ধারনা করলেও সঠিক প্রমানের অভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই চক্রটি তাদের নিজেদের চরিতার্থ হাসিলের উদ্দেশ্যেই সমাজের নামীদামি লোকদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন ঘৃণ্যতম কাজ চালিয়ে যাচ্ছে।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম বলেন, সম্প্রতি উপজেলার করগাঁও গ্রামের প্রাক্তন মেম্বার ইসাক মিয়া ও তার সহোদর আব্দুস ছালাম নবীগঞ্জ প্রেসক্লাবে তাদের প্রতিবেশী জনৈক ফারুক মিয়া’গংদের লোকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে একটি বিশেষ চক্র সক্রিয় হয়ে উঠে। এরপর থেকে নবীগঞ্জের বেশ কয়েক জন সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে ওই সব ফেইক আইডি দিয়ে বির্তকিত পোষ্ট করে ফেসবুকে ভাইরাল করে। বিষয়টি নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
কিছুদিন আগে এসব ফেইক আইডি থেকে সাবেক সাংসদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সুজাত মিয়া ও নবীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুর বিরুদ্ধে পোষ্ট করে।এছাড়া নবীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুন্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা অলিউর রহমান, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুন্ম আহবায়ক তৌহিদ চৌধুরী, ছাত্রদল নেতা শাকিল আহমদসহ অনেক নেতার বিরুদ্ধে পোষ্ট করে। এসব বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমদ চৌধুরী বলেন, আমি এসব আইডি দেখি না, আমি ফেসবুক কম বুঝি। তবে এসব ফেইক আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন জরুরি।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু বলেন, ফেসবুকে ভালো মানুষের সম্মানহানি করা হচ্ছে। এসব ফেইক আইডি হাচামিছায় লেখছে, প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। প্রশাসন ক্ষতিয়ে দেখবেন বিষয়টি।
এবিষয়ে হবিগঞ্জের ডিআইও ওয়ান কামরুল হাসান বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দিলে ব্যবস্থা নিবেন, আমি এই বিষয়ে কোন বক্তব্য দিতে চাইনা।
এব্যাপারে হবিগঞ্জ ডিবির ওসি শামীম হাসান বলেন, আমাদের কাছে যদি সুনির্দিষ্ট কোন মানুষ কোন ফেইক আইডি সম্পর্কে অভিযোগ দিলে আমরা অপরাধ ক্রাইম বিভাগ থেকে সেই আইডির বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নিবো। এখনও কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।
নবীগঞ্জ সুশীল সমাজ ও সাংবাদিক সমাজ ওই ফেইক আইডি ব্যবহারকারীদের কবল থেকে নিরাপরাধ নানা শ্রেণী পেশার লোকদের মান সম্মান রক্ষার্থে আইনী পদক্ষেপ নেয়ার জন্য দাবী জানিয়েছেন।