• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার, নারী মাদক কারবারিসহ আটক ৫

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১১ মে, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ও মাদক বিক্রির টাকাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ মে) রাতে  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/ সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শহরের শাপলাবাগ রেল ক্রসিং এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মাদক কারবারি মো. মিঠুন মিয়া (২৮), মো. ছুরুক মিয়া (৩৫), মো. মিরাজ মিয়া (২৬) ও মো. লিটন মিয়া (২২) কে গ্রেপ্তার করেন। এসময় এদের হেফাজত থেকে ১২পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের তথ্যমতে শাপলাবাগের মাদক কারবারি শাহিদা বেগম (৩৮) এর ঘর তল্লাশী করে মাদক বিক্রির ২লক্ষ ৮০ হাজার ৩৫০টাকা এবং ৩পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা। পরবর্তীতে অভিযান চালিয়ে মাদক কারবারি শাহিদা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ