বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা উৎসবমুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
সোমবার (১লা জানুয়ারি) সকালে উপজেলার সবকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে একযোগে নতুন বই বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলার চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের মাঠে আয়োজিত বই বিতরন উৎসবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা রহম আলী সভাপতিত্বে ও বই বিতরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহন মিয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজহার উদ্দিন ভূইয়া,মোজাহিদ চৌধুরী,সালাহ উদ্দিন ভূইয়া,সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, মাও: জাহিদুর রহমান।
একই দিন দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রধান শিক্ষক ইসকান্দর মীর্জাফারুক,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুল ইসলাম মোল্লা বাবুল,সাংবাদিক হামিদুর রহমান,সহকারী শিক্ষক কামাল উদ্দিন,আপন মিয়া,আঃ জাব্বার প্রমুখ।