বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের অদূরে গ্যাসফিল্ডের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে রাবিয়া খাতুন (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার ( ১ জানুয়ারী) সকালের দিকে ঢাকা-সিলেট রেলপথে এদুর্ঘটনাটি ঘটেছে। নিহত রাবিয়া খাতুন চুনারুঘাট উপজেলার লালচান্দ গ্রামের ছিদ্দিক মিয়ার মেয়ে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মীর সাব্বির আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।