বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ‘দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও দিনব্যাপী নবান্ন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় স্কুলের নতুন ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী নবান্ন পিঠা উৎসবের উদ্বোধন করেন বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দর রব শাহীন।
পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের তৈরী করা পিঠার স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে উৎসাহ প্রদান করেন।
স্কুলের পরিচালক রেবেকা ইয়াছমিন জলী ও সহকারি শিক্ষক রায়হান আহমেদের উপস্থাপনায় পিঠা উৎসবের মঞ্চে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা।
পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক মোঃ আইয়ূব আলী।
এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, সহসভাপতি আক্তার জামান নাসির, ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান শাহেদ, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর, ফারুকুর রশীদ ফারুক, পরিতোষ বণিক সহ আরো অনেকেই।
বক্তারা বলেন, বাহুবল উপজেলায় শিক্ষাবিস্তারে ‘দি হোপ ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজ’ অনন্য ভূমিকা রেখে চলছে। এজন্য স্কুলের প্রতিষ্ঠাতা প্রভাষক মোঃ আইয়ূব আলী ও স্কুলের পরিচালক রেবেকা ইয়াছমিন জলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।