বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
মীর সজল, শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের কৃতি সন্তান ম্যানচেষ্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গরীব অসহায়ের আশ্রয়স্হল মানবিক সংগঠন ‘আপনজন’ হবিগঞ্জ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এডঃ মীর গোলাম মোস্তফার সহযোগিতায় নছরতপুর হাজী আব্দুল মন্নাফ সুন্নিয়া হাফিজিয়া মাদরাসায় কোরআনের পাখিদের মাঝে শীতবস্তু বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ফজলুল করিম, আপনজনের সভাপতি প্রানেশ রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক মো: মকছুদ আলী, সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, উপদেষ্টা এড: মো: শফিকুল ইসলাম, সাবেক সভাপতি ও উপদেষ্টা প্রফেসর মো: মোর্শেদ কামাল , সাবেক সভাপতি ও উপদেষ্টা আলহাজ্ব মো: কুতুবউদ্দিন, সম্মানিত সদস্য, মো: সিরাজ উদ্দিন।
উপস্থিত ছিলেন সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার সাবেক সভাপতি প্রবাসী মীর সজল, মাদ্রাসার সহ সভাপতি বাচ্চু মিয়া, সহ সভাপতি কদর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন খোকন এবং অত্র মাদ্রাসার সহকারী কোষাধ্যক্ষ রাব্বির হাসান ছোয়াব ও উক্ত মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।