শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে প্রেমিকার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে প্রেমিক যুবক জুয়েল মিয়া (২১)।
রোববার ভোররাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর (খাড়ারপাড়) গ্রামে এ ঘটনাটি ঘটে।
সুত্রে প্রকাশ-ওই গ্রামের মৃত লয়লু মিয়ার পুত্র মোঃ জুয়েল মিয়া (২১) সে এক মেয়েকে দীর্ঘদিন যাবত ভালবাসতো। ওই রাতে প্রেমিকার সাথে তার মোবাইল ফোনে তর্কাতর্কি হয়। এতে জুয়েল অভিমান করে ঘরে থাকা বিষপান করে ছটফট করতে থাকে। প্রতিবেশি লোকেরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পরে লাশ বাড়িতে এনে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রোববার বেলা ২টায় থানা পুলিশ জুয়েলের লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার এসআই কাওছার আলম।