বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: আবু জাহির।
রোববার আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ি চুড়ান্ত ভাবে মনোনীত হিসেবে হবিগঞ্জ-৩ ( সদর- লাখাই- শায়ৈস্তাগহ্জ) আসন থেকে আবু জাহিরের নাম ঘোষণা করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।
আবু জাহির এ নিয়ে চতুর্থবারের মত দলীয় মনোনয়ন লাভ করলেন ।এর আগে পর পর তিনবার তিনি দলীয় মনোনয়ন লাভ করে এমপি নির্বাচিত হয়েছেন।
এ বছর হবিগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে চার জন মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। সবশেষে সকল জল্পনা কল্পনার অবসানের পর চুড়ান্ত ভাবে আবু জাহিরকে মনোনীত করে দলটি।
মোঃ আবু জাহিরের নাম মনোনীত হবার সংবাদ পাওয়ার সাথে সাথে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় দলের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করে।