বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন বাহুবল (ইউসেব) আয়োজিত দিনব্যাপি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় এবারও চ্যাম্পিয়ন হয়েছে সানশাইন মডেল হাইস্কুল। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে গ্রিণ পার্ক স্কুল এণ্ড কলেজ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) উপজেলা সভাকক্ষে আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার ৯টি প্রতিষ্ঠানের ২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
বিকেলে আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা।
সংগঠনের সভাপতি মোতাচ্ছিম বিল্লার সভাপতিত্বে ও সংগঠনের স্থায়ী কমিটির আহবায়ক কনক দেব মিঠু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারজানা খানম চাঁদনী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সানশাইন মডেল হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও বাহুবল মডেল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম শামছুদ্দিন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ কান্তি গোপ, ইউসেব-এর উপদেষ্টা ও বাংলাদেশ ছাত্রলীগ বাহুবল উপজেলা শাখার সভাপতি ডা. আব্দুর রব শোভন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসেব-এর সাধারণ সম্পাদক শেখ জান্নাতুল নাঈম।
পরে চ্যাম্পিয়ন দলকে নগদ ৮ হাজার টাকা, ক্রেস্ট, মেডেল ও সনদ প্রদান করা হয়। রানার্সআপ দলকেও ক্রেস্ট, মেডেল, সনদ ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে একটি মেডেল ও সনদ প্রদান করা হয়। এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।